দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর ১০ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইডি মামলায় জামিন পেলেন কেষ্ট। জামিন মঞ্জুর হয়েছে। তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। গত ১৩ জুলাই সিবিআইয়ের মামলায় অনুব্রতকে আগেই জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট।আজ ইডি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার। তবে লিখিত নির্দেশ আগামিকাল দেওয়া হবে। তাই সেক্ষেত্রে আজই মুক্তি পাচ্ছেন না অনুব্রত। কয়েকটি শর্ত দিয়ে অনুব্রততে জামিন দিয়েছে আদালত। সেগুলি হল অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গে কোথায় থাকবেন সে বিষয়ে তদন্তকারী সংস্থাকে জানাতে হবে।
এর সঙ্গে মোবাইল নম্বরের তথ্যও দিতে হবে। আদালত বলেছে যে অনুব্রত মণ্ডল এমন কোনও পদক্ষেপ নেবেন না, যা তদন্তকে প্রভাবিত করবে। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বোলপুরের তৃণমূল শিবির। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন। তাঁর জেলযাত্রার ২ বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসাননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বলেছেন, অন্যায়ভাবে অনুব্রতকে জেলবন্দি করা হয়েছে। তাঁর মুক্তি আসন্ন। এদিকে অনুব্রতর জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বীরভূমের তৃণমূলের অন্দরে খুশির হাওয়া। অনেকেই ফোনাফুনি শুরু করেছেন। ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতার করেছিল সিবিআই। একই মামলায় ১৬ নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে তিহার জেলে রাখা হয়েছিল।কয়েকদিন আগে সুকন্যা মণ্ডলও জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়ে এসেছেন। এবার অনুব্রত মণ্ডলও জামিন পেলেন। অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত এক খবরের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন জীতু। ছবিটি বীরভূমের তৃণমূল সভাপতির হাসিমুখের। ছবির ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা। তার পরই তিনি লেখেন, “পুজো আসছে, ঢাকিও আসছে। চড়াম চড়াম।”
Discussion about this post