বীরভূমে নিজের বাড়িতে ফেরার পর সকাল থেকেই অনুব্রত মণ্ডল কে দেখা করার জন্য তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের নেতৃত্বরা লম্বা লাইন দিয়েছিলেন। সেই লাইনেই দেখা গেল জুনিয়র অনুব্রত ওরফে সাজিদ খানকে । অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে এক সময় হাতে খড়ি তার। সমাজ মাধ্যমে অনুব্রত মণ্ডলের নকল করে বানানো ভিডিও মন কেড়েছিলো নেটিজেনদের।
উল্লেক্ষ্য, অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় দুই বছর তিহাড়ে জেলবন্দি ছিলেন। যে কারণে এতোদিন সাজিদের রসদ ছিলেন মুকুল রায় , মদন মিত্র। কয়েক বছর আগেও যেখানে দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলা হতো। আর সেই অনুব্রত মণ্ডলেরই নকল করে সমাজ মাধ্যমে নিজের নাম তৈরি করেছিলেন সাজিদ খান।
টানা দু বছর তিহারে জেলবন্দী থাকায় অনুব্রত মন্ডলের নিত্য নতুন জনপ্রিয় ডায়লগ আর শোনা যায় না। এর ফলে সেই ডায়লগের নকল করা হয়ে হয়ে ওঠেনি সাজিদ খানের। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা, চরাম চরাম,ও মদন মিত্রের ‘কচি আম’। এই সমস্ত জনপ্রিয় ডায়লগের নকল করে ভিডিও বানিয়ে নেটিজেনদের মন কেড়েছিল সাজিদ খান।
তবে সাজিদ কেষ্টর সঙ্গে দেখা করার প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানান, গুরু বাড়ি ফিরেছে তাই দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, অনুব্রত মন্ডল মঙ্গলবার রাত্রি ৯ টা ২১ মিনিটে তিহার থেকে বাইরে আসেন। এরপর রাতেই দিল্লির বিমানবন্দর থেকে ভোর বেলায় পা রাখেন কলকাতায়। এবং তারপর কলকাতা থেকে সোজা পৌঁছে যান বোলপুরের নিচুপট্টির বাড়িতে।
তবে সারা রাত অনুব্রত মণ্ডল জার্নির ফলে সেই সময় তিনি বাড়িতে বিশ্রাম করছিলেন । আর সেই কারণেই শেষমেষ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করা আর হয়ে উঠল না সাজিদ খানের। দেখা না হওয়ার দুঃখের মাঝেও দাদা বাড়ি ফিরেছে বলে আনন্দিত সাজিদ।
Discussion about this post