আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিং-এর দুধসাদা প্রাসাদ বাড়িতে নোটিশ ঝোলাল কামারহাটি পুরসভা। জয়ন্ত সিংহের এই বাড়ি অবৈধ। বাড়ি কেন ভাঙা হবে না তা জানতে চেয়েই নোটিশ ঝুলিয়েছে পুরসভা। নোটিশে উল্লেখ করা হয়েছে, তিনতলা বাড়িটি পুরসভার অনুমতি ছাড়াই করা হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ। ৪৮ ঘন্টার মধ্যে পুরসভাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। পরবর্তীতে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হতে পারে বলেও নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্ত সিংয়ের দু’টি বাড়ি রয়েছে। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। পৈতৃক বাড়ির কাছেই একটি জলাশয়ের পাশে পরিত্যক্ত একটি জমিতে সাদা রঙের একটি বাড়ি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর দুই আগে ওই জমিটি জবরদখল করে রাতারাতি সেখানে নির্মাণকাজ শুরু করেন জয়ন্ত। বছর ঘুরতেই তিন তলা প্রাসাদ তৈরি হয়ে যায়। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, জমিটি দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে রেকর্ড এবং মিউটেশন রয়েছে। তাদের খোঁজ পাওয়া যায়নি বলেই জমির উপর তৈরি বাড়িতে নোটিস লাগিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে পুর আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আড়িয়াদহে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিল গ্যাংস্টার জয়ন্ত সিং। তাঁর সঙ্গে যোগ ছিল তৃণমূল বিধায়ক মদন মিত্র ও সাংসদ সৌগত রায়। যদিও পরবর্তীকালে তারা দুজনেই জয়ন্তর সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছেন। মা-ছেলেকে মারধরের ঘটনায় ধৃত জয়ন্ত এখনও জেলে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, শাসকদলের একাংশের প্রশ্রয়ে জয়ন্তের এত রমরমা।
Discussion about this post