চলতি বছরেই তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবার পুজোর মুখে বিরাট সুখবর দিলেন তিনি। তার তৃতীয় বিয়ে নিয়ে মাঝে সকলের কটূক্তির শিকার হতে হয়েছিল তাকে এরপর আরজিকর কাণ্ডে ট্রোল হলেও সেসব দুঃখ ভুলিয়ে দিয়েছে এই একটি সুখবর। সমাজ মাধ্যমে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা বিধায়ক। জেনে অবাক সকলেই। নিশ্চয়ই কৌতহল হচ্ছে এটি জানতে যে কী সুখবর দিলেন কাঞ্চন?
পেশাগত জীবনে বড় সাফল্য পেয়েছেন কাঞ্চন। দীর্ঘদিন বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এবার বলিউডে পা রাখছেন অভিনেতা। বলিউডে একটি ছবিতে ডেবিউ সেরে ফেলেছেন কাঞ্চন। সোনা যাচ্ছে বলিউডের হরর কমেডি ছবি ‘ভুলভুলাইয়া ৩’ তে দেখা যাবে কাঞ্চনকে ।
সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন অভিনেতা
পঞ্চমীর দিনই সমাজ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেছেন কাঞ্চন। ভুলভুলাইয়া ৩ টিম এবং টি সিরিজ থেকে পাঠানো একটি গিফট হ্যাম্পারের ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে কাঞ্চন ক্যাপশনে লিখেছেন, ‘বিগত ৩৩ বছর ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর খ্যাতি দিয়েছে। কিন্তু এখনো অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রথম দিনের মতোই ভয় লাগে। কিন্তু আমি বলিউডে পা দিতেই মানুষ আমাকে বাংলা ইন্ডাস্ট্রির মতোই আপন করে নিয়েছেন। আমার মনে হয় এটা আমার কাছে আলাদা একটা সমৃদ্ধি’।
উল্লেখ্য, সম্ভবত আগামী দীপাবলীতে মুক্তি পাবে ভুলভুলাইয়া ৩। সমগ্র ভুলভুলাইয়া ৩ টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা কাঞ্চন’।
কাঞ্চনের এই সুখবরে খুশিতে আপ্লুত তার ভক্তমহল । সম্প্রতি তৃতীয় বিবাহ নিয়ে ব্যক্তিগত জীবনে অনেক মন্তব্যের শিকার হতে হয় তাকে তাঁর পরেও অভিনেতা হিসেবে কাঞ্চনকে পছন্দ করেন অনেকেই। এবার বলিউডে তিনি কেমন অভিনয় করেন তা দেখার জন্য উদগ্রীব দর্শকরা।
Discussion about this post