সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত এর বেঞ্চ জামিন দিল কেজরিওয়ালকে। জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জে ভুইয়াঁর বেঞ্চে শুক্রবার রায় ঘোষণা হয়। আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরী। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। তার পর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সেই রায় ঘোষণা হল। কেজরির মুক্তির পরে আপের বার্তা, ‘হি ইজ ব্যাক’।
দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিতে গিয়ে সিবিআইকে তোপ দেগেছে শীর্ষ আদালত। তদন্তের স্বচ্ছতা থেকে গ্রেপ্তারির অতিসক্রিয়তা- একাধিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের কথায়, সিবিআইয়ের গ্রেপ্তারি বৈধ হলেও জামিনের শর্ত পূরণ করেছেন কেজরি। তদন্তের স্বার্থে গ্রেপ্তারির নামে হেনস্তা করা যায় না। জেলযাত্রা নয়, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর। সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁ আজ মন্তব্য করেন, ‘ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান, খুব সম্ভবত সেই কারণেই সিবিআইও তাঁকে গ্রেফতার করেছিল।’ তবে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে। জেল থেকে বেরোনোর পর নিজের দফতরে যেতে পারবেন না তিনি। পারবেন না কোনও ফাইলে সইও করতে। প্রকাশ্যে রাজনৈতিক সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না তিনি।
Discussion about this post