আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১১ নভেম্বর থেকে শুনানি শুরু হবে শিয়ালদা আদালতে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এই আবহে সিবিআইয়ের চার্জশিট নিয়ে ১০টি প্রশ্ন তুলে সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই আবহে এবার জুনিয়র ডাক্তারদের পালটা তোপ দেগে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ‘জরুরি সার্কুলার’ বলে উল্লেখ করে কুণাল ঘোষ লেখেন, “সঞ্জয় রাইয়ের আগামী শুনানির দিন লাল, গেরুয়া পতাকা, উত্তরীয় নিয়ে শিয়ালদহ কোর্টে আসুন। স্লোগান দিন: জাস্টিস ফর সঞ্জয়। গো ব্যাক সিবিআই। ব্যানার আনুন: সঞ্জয় ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সুযোগ পেলে সঞ্জয়ের হাতে রক্তগোলাপের পতাকা দিন। আপনাদের দলীয় উত্তরীয় পরিয়ে দিন। সঙ্গে মোমবাতি রাখবেন। কোর্টের কাজে সময় লাগলে পড়ন্ত বিকেলে মোমবাতি জ্বেলে বলবেন, “সঞ্জয় তুমি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি।” মনে রাখবেন, কলকাতা পুলিশ আর সিবিআই তদন্তকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কমরেডস, সঞ্জয়ের নেতৃত্বে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে…।” সোমবার আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সঞ্জয় দাবি করল, সরকার তাকে ফাঁসাচ্ছে। এমনকী তার আরও অভিযোগ, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। সঞ্জয়ের এহেন বিস্ফোরক মন্তব্যের পর এবার মুখ খুললেন আন্দোলনকারী ডাক্তারদের অন্যতম কিঞ্জল নন্দ। তাঁর সোজা বক্তব্য, এই ঘটনা একা একজন ঘটাতে পারে না।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post