জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার স্বার্থে এই পদক্ষেপ? প্রশ্ন করলেন তিনি। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপ গরিব মানুষদের বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করছেন বলে দাবি করেছেন কুণাল। দায় এড়ানোর নাটক করছেন জুনিয়ররা। এবার কার্যত সরাসরি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আসরে নেমে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ‘পিএম, দেওয়াল ভাঙার নথিতে জুনিয়র ডাক্তারদের সই। আগে নীরবতা। প্রশ্নের মুখে স্বীকার। তবে দায় এড়ানোর নাটক। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কুণাল বলেছেন, ”ওই জুনিয়র ডাক্তাররা প্রথমে ময়নাতদন্তের নথিতে সই করেছেন, তারপর প্রতিবাদে সামিল হয়েছেন। ওঁদের গ্রেফতার করে আগে জেরা করা উচিত সিবিআই-এর! এমন দ্বিচারিতা কেন, কারা আছে ওঁদের পিছনে, জানা দরকার।” আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের ইস্যু ছাড়াও হাসপাতালের চারতলার সেমিনার হলের একাংশের দেওয়াল ভাঙা নিয়েও অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। তারও পাল্টা দিয়েছেন কুণাল। এবার মহালয়ার দিন ওই জুনিয়র ডাক্তারদের জেরা করার আর্জি জানালেন কুণাল সিবিআইকে। এমনকী গ্রেফতার করারও নিদান দিলেন। যাঁরা ময়নাতদন্তের নথিতে এবং নির্মাণের নথিতে সই করেছিলেন। এখন তাঁরাই কর্মবিরতি করছেন এবং প্রতিবাদ করছেন। এই বিষয়টি তঞ্চকতা বলে মনে করেন কুণাল ঘোষ।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post