আরজি কর কাণ্ডে ‘রাত দখল’ কর্মসূচি পালন হয় বুধবার রাতে। শহরের নানা জায়গায় প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভিন্ন জায়গায়। এর মাঝেই শ্যামবাজারের একটি প্রতিবাদ কর্মসূচিতে পোড়ানো হল তৃণমূল কংগ্রেসের পতাকা। পতাকা পোড়ানোর ভিডিয়ো দিয়ে সমাজমাধ্যমে তীব্র প্রতিবাদ তৃণমূলের। এই ধরনের ঘটনা যে আদৌ কাম্য নয় তা জানিয়েছে বিজেপিও। সুবিচারের দাবির মাঝেই কেউ কেউ নিজ নিজ স্বার্থ পূরণের চেষ্টা করছেন বলে বার বার অভিযোগ করেছে তৃণমূল। এবার খাস কলকাতায় দলীয় পতাকা পোড়ানোর ভিডিও পোস্ট করে প্রশ্ন তুললেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, ‘সাধারণ মানুষের বিক্ষোভে কখনও দলের পতাকা পোড়ানো হয় না। আমরাও কখনও পোড়াইনি, এসব সমর্থন করি না। অথচ কাল রাতে শ্যামবাজারে কিছু ছেলে এটা করল। নাগরিকদের আবেগ, প্রতিবাদের সুযোগে অন্য উদ্দেশ্যসাধন চলছে। নাগরিক প্রতিবাদকে সমর্থন। তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানোর প্রতিবাদটাও হোক।’ বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘আমি এই পতাকা পোড়ানো কোনওভাবেই সমর্থন করি না। আন্দোলনকে বিপথে চালিত করছে কিছু লোকজন। জনসাধারণের আন্দোলনের মাঝে ঢুকে গিয়ে কিছু দুর্বৃত্ত এই কাজ করছে। এই কাজ কোনও অতি বাম লোকজন করছে কিনা, সেটা খোঁজ নেওয়া দরকার। তাদের খুঁজে বের করে চামড়া গুটিয়ে নেওয়া প্রয়োজন।’ প্রসঙ্গত, তৃণমূল নেতৃত্ব বার বার বলেছে, ‘অভয়া’র সুবিচারের দাবিতে নাগরিক আন্দোলনের পাশে আছে তারা। কিন্তু জোড়াফুল শিবিরের অভিযোগ, আমজনতার আবেগকে হাতিয়ার করে রাম-বাম জোট ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে।
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post