ইডির মামলায় জামিল পেল কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন মামলায় অভিযুক্তকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পাসপোর্ট জমা রাখতে হবে অভিযুক্তকে। শুধুমাত্র তাই নয়, নিম্ন আদালতের শুনানির সময় তাকে হাজিরা দিতে হবে সেখানে। যেই মোবাইল নম্বর তিনি ব্যবহার করবেন সেই নম্বরও হাইকোর্টে জমা রাখতে হবে এদিন স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি সুভ্রা ঘোষের বেঞ্চ। যেই মোবাইল নম্বর কুন্তল জমা দেবেন আদালতে তা কোন ভাবেই পরিবর্তন করা যাবেনা। এ ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোন সাক্ষীকে কোনভাবেই প্রভাবিত করার চেষ্টা করা যাবেনা। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কুন্তল। তবে এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। পাশাপাশি পরামর্শ দেওয়া হয় যাতে কলকাতা হাইকোর্টে একমাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি হয়। সেই মতোই বুধবার ছিল শুনানি। তবে ইডি-র মামলায় জামিন পেলেও এখনও জেলমুক্তি ঘটছে না কুন্তলের। এ দিন, একাধিক শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, ২০২৩ সালের ২১ জানুয়ারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ২টি ফ্ল্যাটে দিনভর তল্লাশির পর গ্রেফতার হয়েছিল কুন্তল। তাঁর ফ্ল্যাট থেকে দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি। অভিযোগ ছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল। এভাবেই দিনে দিনে ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি। কুন্তল মোট ১৯ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি করেন তদন্তকারীরা।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post