পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার নিয়ে এসেছে কৃষক ভাতা। এই ভাতার আওতায় প্রতিমাসে ১০০০ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। কৃষক ভাতা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহযোগিতা প্রকল্প, যা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত কৃষকদের মাসিক ভাতা প্রদান করে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতামান পূরণ করতে হবে। তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত ১০ বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির ক্ষেত্রে ৫৫ বছর হলেও অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক ১ একর জমি থাকতেই পারে। তবে ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে।পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে।বর্গাকারদের জন্য জমির পরিমাণ ২ একরের নিচে হতে হবে।কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকলে এই ভাতা পাওয়া যাবে না। স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস, মহাকুমার সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post