প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তথা দেশের অন্যতম শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ বিবেক দেবরায় প্রয়াত হয়েছেন। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর। আজ সকালে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ড. বিবেক দেবরায় একজন পণ্ডিত মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং বহু ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। বুদ্ধিজীবী মহলে তাঁর ছাপ ছিল স্পষ্ট। সরকারি ক্ষেত্র ছাড়াও তিনি প্রাগৈতিহাসিক বহু বিষয় নিয়েও কাজ করেছেন। যুবদের কাছে তাঁর কাজ অনায়াসেই পৌঁছে দিয়েছেন।’ মোদীর সংযোজন, ‘আমার সঙ্গে ড. দেবরায়ের পরিচয় ছিল দীর্ঘদিনের। বিভিন্ন বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি এবং তাঁর ভাষণ আজীবন মনে রাখব। তাঁর প্রয়াণে আমি শোকহত। পরিবার, পরিজনদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।’ বিবেক দেবরায়, দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম। গত কয়েক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চ্যান্সেলর পদে ছিলেন। পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলর হিসেবেও কাজ করেছেন ড. দেবরায়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের উন্নত ভারত করার লক্ষ্য নিয়ে তৈরি কমিটিতেও ছিলেন তিনি।
বাংলাদেশকে চাপ দিতে শুরু করেছে ভারত। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা ভারতের। ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমারের মত...
Read more
Discussion about this post