বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। খানিকক্ষণ কথা হয় দুজনের মধ্যে। তবে কী কথা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে তাহলে কি ভোট মিটতেই তৃনমূলের দিকে পা বাড়াচ্ছেন আইএসএফ নেতা? সোমবার বিধানসভায় দেখা যায়, নওসাদের কানের কাছে এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কিছু বলছেন। পরে জানা যায়, ফিরহাদ তাঁকে বলেছিলেন, তোমাকে মুখ্যমন্ত্রী ডাকছেন। মেয়রের কথা শুনে নওসাদ তাঁর আসন ছেড়ে উঠে পড়েন। তারপর বিধানসভা কক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেন। ওই সাক্ষাৎ শেষে নওশাদ বলেন, “ফুরফুরা শরীফের একটা কাজ ছিল। উনি তা করে দিয়েছেন। একান্ত ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।” নওশাদ হলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই। জানিয়ে রাখি, এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরেও জল্পনা দানা বেঁধেছিল। শুভেন্দুর সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা। পরে ওই বৈঠকের ব্যাখ্যাও দেন রাজ্যের শুভেন্দু। তারপরই নওশাদের সঙ্গে মমতার সাক্ষাৎ জল্পনা বাড়াচ্ছে।
বাংলাদেশকে চাপ দিতে শুরু করেছে ভারত। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা ভারতের। ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমারের মত...
Read more
Discussion about this post