দক্ষিণেশ্বর মন্দির এলাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিবর্তে এবার হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে। শুক্রবার দুর্যোগের মধ্যে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে চাইছেন না মুখ্যমন্ত্রী ৷ তিনি মনে করছেন, ব্যারাকপুর কমিশনারেট থেকে দক্ষিণেশ্বরের নিরাপত্তা পর্যালোচনা বা নিয়ন্ত্রণ যথেষ্ট কষ্টসাধ্য ৷ তাই ব্যারাকপুর কমিশনারেট থেকে দক্ষিণেশ্বরকে সরিয়ে হাওড়া পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হল শুক্রবার ৷ এ দিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বেলুড় হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। কিন্তু দক্ষিণেশ্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত। এ বার দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে।’ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে মমতা বলেন, ” আমি রাজীবকে বলব, তুমি এত থানার কথা বোলো না। তুমি শুধু পুলিশ নিয়ে ভাবছ। আমাকে সারা রাজ্য নিয়ে ভাবতে হয়। দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের মধ্যে নিয়ে আসতে হবে।”এদিকে, মন্দিরের ট্রাস্টের সম্পাদক কুশল চৌধুরী রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভাবনা চিন্তা করেই নিয়েছেন ৷ লক্ষ লক্ষ মানুষ আসেন দক্ষিণেশ্বরে ৷ তাঁদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেদিক থেকে তাঁর এই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি ৷”
কুয়াশায় ঢাকছে গোটা রাজ্যের ভোরের আকাশ। বইছে উত্তুরে হাওয়া। ক্রমশ কমছে তাপমাত্রা। দিনভর হিমেল আবহাওয়া থাকলেও, ভোরে ও সন্ধেয় অনুভূত...
Read more
Discussion about this post