জুনিয়ার ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারির পরদিনই শনিবার ধর্মতলার অনশনমঞ্চে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বেশ কয়েকদন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথাও বলতে দেখা যায়। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন। এদিন দুপুর ঠিক ২টো নাগাদ অনশন মঞ্চে চলে আসেন মনোজ-নন্দিনী। জুনিয়র চিকিৎসকদের শোওয়ার জন্য যে খাট রয়েছে সেখানে বসে কথা বলতে দেখা যায়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অর্ণবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনকারীদের ফোনে কথাও বলিয়ে দেন। পরে ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বার্তা শোনানো হয় অনশনমঞ্চে। অনশন আন্দোলন থেকে সরে আসার বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আপনারা আলোচনার বোসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছিল। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। ৩-৪ মাস সময় দিন। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘‘আদালতে মামলা চলছে। বিচার মিলবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।’’ এর আগেও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীরা। পুজোর আগে সেই বৈঠক হয়েছিল। কিন্তু তা ‘নিষ্ফলা’ হয়েছে বলেই দাবি আন্দোলনকারীদের।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post