ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র্যাপিডো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মিলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাশ্রয়ী এয়ারপোর্ট ক্যাব সার্ভিস চালু করল। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিব ড. সৌমিত্র মোহন। প্রথম পর্যায়ে কলকাতায় এই পরিষেবা চালু হলেও, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেশের আরও ১০টি বিমানবন্দরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। এই অংশীদারিত্বের মাধ্যমে র্যাপিডো কলকাতা বিমানবন্দরে বিশেষ ক্যাব সার্ভিস জোন স্থাপন করবে, যেখানে ভ্রমণকারীরা র্যাপিডো প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই নিরাপদ, নির্ভরযোগ্য এবং কম খরচের রাইড পাবেন। এই উদ্যোগটি যাত্রীদের জন্য বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গন্তব্যে সহজলভ্য ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করবে, যা টার্মিনাল ছাড়ার মুহূর্ত থেকেই তাদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে। এবিষয়ে পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিষেবার সূচনার মাধ্যমে আমরা শুধু সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা দিচ্ছি না, বরং স্থানীয় চালকদের জন্য মূল্যবান কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে অগ্রণী রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ নতুন মানদণ্ড স্থাপন করবে।” র্যাপিডোর সহ-প্রতিষ্ঠাতা পবন গুন্টুপল্লি জানান, “র্যাপিডোর মিশন হল প্রযুক্তির মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যাতায়াতের ব্যবস্থা করা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব যাত্রীদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। র্যাপিডোর প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে বিমানবন্দরের যাতায়াতের সুবিধা পাবেন।”এই ক্যাব পরিষেবা চালুর মাধ্যমে র্যাপিডো স্থানীয় ড্রাইভারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, যা গিগ অর্থনীতিতে একজন নেতৃস্থানীয় চাকরি সৃষ্টিকারী হিসেবে তাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post