জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। ব্রাজিল যাওয়ার আগে ১৬-১৭ নভেম্বর আফ্রিকার দেশ নাইজ়িরিয়ায় যাবেন তিনি। রিও ডি জ়েনেইরোয় জি২০ শীর্ষবৈঠক সেরে যাবেন দক্ষিণ আমেরিকার আর এক দেশ গায়নায়। জানা গিয়েছে, নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন মোদি। বৈঠক করবেন নাইজিরীয় প্রেসিডেন্টের সঙ্গে। আর এর পরই ১৮ ও ১৯ নভেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় আয়োজিত হবে ওই সম্মেলন। সম্মেলনের পাশাপাশি বহু রাষ্ট্রনেতার সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজেরিয়া যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে যাচ্ছেন। সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি নাইজেরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন নরেন্দ্র মোদি।
ফের উড়ানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে হুমকির পর নাগপুর-কলকাতাগামী উড়ানে বোমা রাখার হুমকি এল। নিরাপত্তার কারণে বিমানটিকে রায়পুরে...
Read more
Discussion about this post