আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তাঁর নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে ৬টি বহুতল ভবন। এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে ট্রাম্প টাওয়ার। এই প্রোজেক্টগুলি মোট ১৫ হাজার কোটি টাকায় বিকোতে পারে বলে জানান তিনি। এই প্রোজেক্টগুলির মোট আয়তন আট মিলিয়ন বর্গ ফুট হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই আমেরিকাতে ট্রাম্প ব্র্যান্ডের ৪টি প্রোজেক্ট আছে। যার আয়তন তিন মিলিয়ন বর্গ ফুট। এবার আরো দুটি যুক্ত হল। যার ফলে আমেরিকার বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম রিয়েল এস্টেট হাব হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা এক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমেরিকার বাইরে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক ট্রাম্প টাওয়ার রয়েছে। আরও ছ’টি তৈরি হচ্ছে। ভারতেই সবচেয়ে বেশি ট্রাম্প টাওয়ার থাকবে।’’ ভারতে ট্রাম্প অর্গানাইজ়েশনের লাইসেন্সপ্রাপ্ত অংশীদার ‘ট্রিবেকা ডেভেলপারস’ পুণে, গুরুগ্রাম, নয়ডা, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে এই ছ’টি টাওয়ারের চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে।ছ’টি টাওয়ারের প্রথম তিনটি হবে নয়ডা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। পরের তিনটি পুণে, মুম্বই এবং গুরুগ্রামে তৈরি হতে পারে। তবে কী এই ট্রাম্প টাওয়ার? আসুন জেনে নিই। ট্রাম্প টাওয়ার হল নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল। ট্রাম্পের সংস্থা ‘দ্য ট্রাম্প অর্গানাইজ়েশন’-এর দফতর। ওই বহুতলে এক বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে ট্রাম্পের। ২০১৯ পর্যন্ত সপরিবারে ওখানেই থাকতেন তিনি। ট্রাম্প টাওয়ার হল আমেরিকার অন্যতম বিখ্যাত এবং সুপরিচিত ভবন। এ বার ট্রাম্পের নামাঙ্কিত সে রকমই ছ’টি বহুতল তৈরি হতে চলেছে ভারতে।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন। যদিও কয়েকঘন্টার সেই শাসনকাল এখন রাজনৈতিক আলোচনার...
Read more
Discussion about this post