উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। তুতো দুই ভাই-বোন মন্দিরে গিয়েছিল। পরের দিন রাস্তার পাশে তাদের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তন্ত্রসাধনার জন্য খুন করা হয়েছে দুই শিশুকে। পুলিশ খুনের কারণ তদন্ত করে দেখছে। দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাইরে শ্মশান এলাকায় একটি মন্দিরে ঠাকুর দেখতে গিয়েছিল দেব নামে ১১ বছরের বালক। তার সঙ্গে যায় তুতো বোন ৯ বছরের মাহিও। অনেক রাত হয়ে যাওয়ার পরেও দুজনে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পুলিশের দ্বারস্থ হয় বাচ্চা দুটির পরিবার। পুলিশ ও পরিবারের সদস্যরা গোটা গ্রাম ও আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও কারও হদিশ পায়নি। এর পর হঠাৎই গ্রামের এক যুবকের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় দেবের দেহ। সেখান থেকে কয়েক পা দূরে একটি খাদের ভিতর থেকে উদ্ধার হয় মাহির দেহ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দল। দেখা যায় দুজনেরই শরীরে বেশ কয়েকটি হাড়গোড় ভেঙে গিয়েছে। তাদের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণও হয়। গ্রামবাসীরা অভিযুক্তকে ধরার দাবিতে দেওবন্দ-নানোটি সড়ক অবরোধ করেন। পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ার পর উঠে গিয়েছে অবরোধ।
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post