ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বৃষ্টির জন্য ওড়িশার বাজারে আলুর সরবরাহ অত্যন্ত কমে গিয়েছে। এর ফলে কৃত্রিমভাবে আলুর দাম ব্যাপক বেড়ে যাওয়ায় রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। সংবাদমাধ্যম সূত্রে জানতে পারলাম পশ্চিমবঙ্গ-ওড়িশাতে আলু বোঝাই বহু ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আশা করবো আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করে, ওড়িশায় আলুর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করবেন।’ ২৪ বছর পর ওড়িশা থেকে ক্ষমতাচ্যুত হলেও রাজনীতিতে যথেষ্ট সক্রিয় নবীন পাটনায়ক। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। মানুষের মনে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে তৎপর নবীন জি। বিজেপি সরকারের তরফে কোনও উদ্যোগ না নেওয়া হলেও, রাজ্যবাসীর পাতে আলু তুলে দিতে তৎপর হলেন বিজেডি নেতা। তাই এবার সরাসরি চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, ধর্মঘটের ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর তাতেই কলকাতা সহ গোটা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। আলু ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলুর দাম কমাতে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওযার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলায় আলুর জোগান কম থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আপাতত ভিনরাজ্যে আলুর রফতানি বন্ধ রাখতে হবে। তাঁর এমন নির্দেশের পরেই কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ফলে, বাজারে এখন আলুর আকাল হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। একই অবস্থা প্রতিবেশী রাজ্য ওডিশাতেও। যা মোকাবিলায় আসরে নেমেছেন ‘ প্রবীণ’ নবীন।
Discussion about this post