সোমবার শিয়ালদহ কোর্টে আর জি কর মামলায় ফের টালা থানার প্রাক্তন ওসি ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে রাখার আর্জি জানালো সিবিআই। সিবিআই এর আইনজীবি এদিন জানান তিনদিনের হেফাজত চান তারা।
এই আর্জির কারণ হিসাবে আইনজীবি জানান, মোবাইল ডেটা এক্সট্রাকশনের পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে এমন টাই সিবিআই সূত্রে খবর। আর বিষয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এবার এই মামলার কপি নির্যাতিতার পরিবারকে দিতে হবে সে কথাও আদালতে স্পষ্ট করলেন নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবি।
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের আইনজীবিও তাঁদের মক্কেলের জামিন চেয়ে আবেদন জানান আদালতে।
আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে অনেক গুলো দিন। এই ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। তবে এই সরাসরি এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেফতার করতে পারেনি সিবিআই। সন্দীপ এবং অভিজিৎ কেও গ্রেফতার করেছে এই ঘটনার তথ্যপ্রমান লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগে।
তবে এই ঘটনার শুনানিতে সিবিআই আগেই জানিয়েছিল এই তদন্তে অনেক কিছুই তাঁদের নিয়ন্ত্রণে নেই যার ফলে কিছুটা সময় তাঁদের দিতে হবে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের মামলায় সিবিআই জানিয়েছে, তাঁদের মোবাইল সহ অন্যান্য যা সামগ্রী আছে তার ফরেন্সিক রিপোর্ট থেকে বেশ কিছু বিষয়ে তারা নজর রাখবেন।
Discussion about this post