বেলা বাড়লেই সকালের হালকা শীতের আরামদায়ক অনুভূতি উধাও হচ্ছে অস্বস্তিকর গরমে ৷ তাই এখন একটাই প্রশ্ন সকলের শীত পড়ছে কবে ?
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আভাস মিলল। ভোরের দিকে রীতিমতো খুব হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। দিন কয়েকের মধ্যে আরও খানিকটা শীতের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে এ রাজ্যে। চলতি সপ্তাহের শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। সেই সঙ্গে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পঙেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে শুধুমাত্র বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। সমতলের জেলা গুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ, কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। আপাতত কলকাতা ও সংলগ্ন কোনও জেলাতেই তীব্র ঠান্ডার পূর্বাভাস নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Discussion about this post