বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। নিম্নচাপের অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকেই রয়েছে । তবে এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও সপ্তাহান্তে উপকূলের দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের৷
বঙ্গোপসাগরের উপর একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ৷ তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে যার জেরেই এই বৃষ্টি ৷
ডিসেম্বরের আগে বঙ্গে শীতের তেমন প্রভাব পড়বে না, বঙ্গে ঠান্ডার হালকা আমেজ থাকলেও, নভেম্বরে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই ৷ আগামী কয়েকদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না, জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ আরও নেমেছে। আগামী শনি এবং রবিবার উপকূলঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাতে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে গাঢ় কুঁয়াশার দেখা মিলবে।
শহরতলি জুড়ে মনোরম আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ।
Discussion about this post