পিছিয়ে যেতে হবে ঠিক এক যুগ আগে, দিল্লি গণধর্ষণ-কাণ্ডের নারকীয় ঘটনার পরেও এক দাবি উঠেছিল এ শহর জুড়ে। ‘রাতের দখল নিন’ ডাক দিয়ে কলকাতার পথে নেমেছিলেন মেয়েরা, নেতৃত্ব দিয়েছিলেন বিক্ষোভে। আর এ বার ২০২৪ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতে কর্মরত চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার বীভৎসতায় কেঁপে উঠেছে রাজ্য। তবে কর্মস্থলে কী নিরাপদ নয় মহিলারা? উঠছে প্রশ্ন। চিকিৎসকের জীবন ও সম্ভ্রমহানি এ প্রশ্ন তুলে দিয়েছে দেশ জুড়ে। প্রতিবাদে উত্তাল চিকিৎসক থেকে আমজনতা। পথে নামার ডাক দিয়েছেন মেয়েরা। দেশের স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতের সময়টিতেই মেয়েদের স্বাধীন চলাফেরা আর রাত দখলের আর্জি নিয়ে পথে নামছেন মেয়েরা।
তাঁদের আহ্বান ডাক সাধারণ ও সোজাসাপ্টা ‘মেয়েরা, রাত দখল কর’ ‘দ্য নাইট ইস আওয়ার্স।’ ১৪ অগস্ট, মধ্য রাতে মেয়েদের এই ডাক দেওয়া হয়েছিল শহরের তিন এলাকা কলেজ স্ট্রিট, যাদবপুর আর অ্যাকাডেমি চত্বরে। কিন্তু এই আহ্বানে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে সেই আহ্বান পৌঁছে গিয়েছে শহর থেকে জেলার পথে।
আর সেই মতোই মঙ্গলবার রাতে দেখা গিয়েছে এই রাত দখলের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। তালিকায় জুড়ছে নতুন নতুন নাম। কলকাতার ছাড়িয়ে ‘ রাত দখলে ‘ বীরভূমের শান্তিনিকেতনের বার্তা, ‘দেখা হবে রাস্তায়’, নদিয়ার রানাঘাট সেখানেও জানাচ্ছে ‘সঙ্গে আছি’।
উত্তরবঙ্গের রায়গঞ্জও এই আহ্বানে এগিয়ে এসেছে , পিছিয়ে নেই বহরমপুরের ঐতিহাসিক স্কোয়ার ফিল্ড, মালদার ইংলিশ বাজার ও বর্ধমানের কার্জন গেট চত্বর। মঙ্গলবার রাতে দেখা গেল, তালিকায় বাদ পড়েনি কোনও জেলা-ই।রাতের রাস্তায় মেয়েদের আহ্বানে এগিয়ে এসেছে গোটা টলি পাড়াও স্বস্তিকা মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সকলেই পাশে থাকার বার্তা দিয়েছেন। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন, ‘এই শহর আমাদের। এই দেশও আমাদের। সবাই আসুন। যে যেখানে পারবেন আসুন।’
অভিনেতা ও পরিচালক তথাগত মেয়েদের ভিন্ন একটি রাতের কল্পনা করেছেন৷ তাঁদের সাফ দাবি , ‘রাতের বেসামাল শহরকে তাঁরা বুঝে নিতে পারেন, এটা তারও শুরু।’ এছাড়াও এক্স হ্যান্ডেলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, ‘দেখা হবে।’
এবং টলি অভিনেত্রীদেরও স্বাধীনতা দিবসের আগে যাদবপুরে জড়ো হতে দেখা যাবে বলেও জানা যাচ্ছ।আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের পরিবাদে গর্জে উঠেছে শহর রাজ্য তথা গোটা দেশ। উত্তাল চিকিৎসক পড়ুয়ারা সহ আমজনতা। আর এই ঘটনার প্রতিবাদে দেশের স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতে ‘ রাত দখল কর ‘ দাবিতে পথে নামছেন মেয়েরা।
ফলে আজ বুধবার মধ্যরাতে এক অন্যরকম আন্দোলনের সাক্ষী হতে চলেছে বাংলা।
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post