প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। স্বাভাবিকবাবেই আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল অয়ন শীলকে। তাঁকেও শ্যোন অ্যারেস্ট করেছে সিবিআই।সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ও পার্থর ষড়যন্ত্রেই ২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ না করা প্রার্থীরা চাকরি পায়। মানিক সশরীরে পার্থর কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা তুলে দিয়েছিল। অয়ন শীলই মেল করে তালিকা সন্তু গাঙ্গুলিকে পাঠায়। সন্তু সেই তালিকা কুন্তলকে দেয়। অয়ন আট এজেন্টের মাধ্যমে ১.৬৭ কোটি টাকা তুলেছিল বলে খবর। সেই টাকা সন্তু গাঙ্গুলির কাছে গিয়েছিল বলে জানা যাচ্ছে।প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।ইডির দাবি, সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে। এ বার তাঁকে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করা হতে পারে বলে সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে।
শীতের আমেজ বহাল থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহান্তে আবার উষ্ণতা বাড়বে, তেমন ভাবেই আজ সকাল...
Read more
Discussion about this post