আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর কার্যত ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক স্বার্থে এই দুই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা যায়নি বলে দোষারোপ করলেন প্রধানমন্ত্রী। এমনকী আপ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অসহযোগিতায় ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ এই দুই রাজ্যে কার্যকর করা যায়নি বলে প্রধানমন্ত্রীর অভিযোগ। এদিন ৭০ উর্ধ্ব প্রবীণদের জন্য ‘বিনামূল্যে চিকিৎসা প্রকল্প’ উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী।’ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প সংক্রান্ত একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি দিল্লির এবং পশ্চিমবঙ্গের ৭০ বছরের বেশি বয়সি সমস্ত প্রবীণের কাছে ক্ষমা চাইছি যে আমি আপনাদের সেবা করতে সক্ষম হব না।’’ এর পরে তাঁর মন্তব্য, ‘‘আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী, যে তাঁরা কেমন আছেন, সে বিষয়ে কোনও তথ্যই আমি পাব না। তাই কোনও সাহায্যও করতে পারব না। এর কারণ হল পশ্চিমবঙ্গের সরকার এবং দিল্লির সরকার এই আয়ুষ্মান যোজনায় যোগ দিচ্ছে না।’’ প্রধানমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রয়েছে। রাজ্যের সমস্ত পরিবারের সবাই এই প্রকল্পের আওতায় রয়েছেন। তাঁরা সুবিধা পাচ্ছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্র্রী আয়ুষ্মানের কোনও নিয়মকানুন উল্লেখ করেননি। ওই প্রকল্পে সকলে স্বাস্থ্যবিমার সুযোগ পান না। দুর্ভাগ্যজনক হল, বাংলা এবং দিল্লিতে রাজনৈতিক ভাবে প্রত্যাখ্যাত হয়ে প্রধানমন্ত্রী ভিত্তিহীন অভিযোগ করছেন।’’
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post