কালো বেলুন উড়িয়ে সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর ‘ছায়া’ সরাল সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। গোবর গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করা হল শুভেন্দুর সভাস্থল। আর এই কর্মসূচি থেকে আহ্বান করা হল টাটাদের গাড়ি তৈরির কারখানার জমিতে আগে থেকে যে সব কারখানা ছিল সেগুলি পুনঃপ্রতিষ্ঠার। এদিন সিঙ্গুরের গোপালনগর সাহানাপাড়া থেকে টাটা কারখানার এক নম্বর গেটের কাছে পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। ৬০০ মিটারের ওই পদযাত্রায় শুভেন্দুর সঙ্গে পা মেলান জেলার শীর্ষস্তরের অনেক পদ্ম নেতাও। তারপর করেন সভা। শুরু থেকে শেষ পর্যন্ত সকলের হাতে দেখা গেল রতন টাটার ছবি।সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে শুভেন্দু বলেন, “সিঙ্গুরের সর্বনাশ করে দিয়েছে। এই জমিতে না হয়েছে কৃষি না হয়েছে শিল্প।” কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উদ্দেশ্যে বলেন, “কোটি কোটি টাকা করেছে। পকেটে পুলিশ নিয়ে ঘোরে। পুলিশ সরে গেলে মানুষ পিঠের চামড়া তুলে নেবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে টাটাকে হাতে পায়ে ধরে নিয়ে আসব। শিল্প ছাড়া কর্মসংস্থান রাজস্ব বৃদ্ধি হবে না।” জমি আন্দোলনের নেতা অমিয় ধারা বলেন, “চাষিরা তাঁদের জমি চাষ করছেন। যে সব জমি অনাবাদি সেই জমিতে শিল্প আগে থেকেই ছিল। টাটারা যখন জমি নেয় তখন সেই সব জমি অধিগ্রহণ করা হয়েছিল। পরে তা ফিরিয়ে দেওয়া হয়। সেই সব শিল্প যদি আবার হয় তাহলে কৃষি জমি রক্ষা কমিটি এবং আমার দল তাদের সাহায্য করবে।”
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post