বর্ষা বিদায় নিলেও রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কম বেশি বৃষ্টি হচ্ছে । তবে তার ফলে তাপমাত্রার কোনও বদল লক্ষ্য করা যায়নি। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে রাজ্যবাসীকে।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা। পাশাপাশি উত্তরবঙ্গের ৪ জেলাতেও সতর্কবার্তাও জারি করা হয়েছে।
আজ শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। দেওয়া হয়েছে হলুদ সতর্কতা।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতায় ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আজও শহরতলি কলকাতায় ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি জলীয়বাসীপের মাত্রাও অনেকটাই উপরের দিকেই থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। কিন্তু বেলা বাড়লে তা সামান্য নীচে নামতে পারে ।
Discussion about this post