কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের আর্জি জানিয়ে ইমেল পাঠালেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা ও মা। মঙ্গলবার সকালে অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাহের সঙ্গে একবার বৈঠকে বসার আর্জি জানিয়েছেন তাঁরা। অভয়ার বাবা চিঠিতে জানিয়েছেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। বৈঠকের জন্য প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা।সকাল ১১ টা ২০ মিনিটে ইমেল পাঠিয়ে নির্যাতিতার বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিষ্কার জানিয়েছেন, ‘মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।’ নির্যাতিতার বাবা আর জানিয়েছেন, ‘আমি ও আমার স্ত্রী একবার আপনার সঙ্গে দেখা করে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনার সাহায্য প্রার্থনা করি। আপনি যদি কিছুক্ষণ আমাদের সময় দেন উপকৃত হব।’ প্রসঙ্গত, বুধবার রাজ্য়ে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তবে তিনি আসছেন না। বুধবার তিনি রাজ্যে এলে হয়তো তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন নির্যাতিতার বাবা-মা। তবে তিনি আসছেন না এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা।জুনিয়র ডাক্তারদের ধরনা প্রত্যাহারের পরদিনই অমিত শাহকে নির্যাতিতার বাবা – মায়ের লেখা চিঠিতে প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকারের ওপর যাবতীয় আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরা? তাই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা। তবে কি এবার কেন্দ্রীয় সরকারের ওপরই আস্থা জ্ঞাপন করতে চলেছেন নির্যাতিতার বাবা – মা?
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post