আইপিএল ২০২৫ এর মেগা নিলাম আর এক সপ্তাহ বাকি। তার আগেই স্হির হয়ে গেল কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন, আর কোন জল্পনা নয় একেবারে নিলামের টেবিলের দর হাঁকাহাঁকি। চমকে যাচ্ছেন, ভাবছেন এ আবার কি করে হয়? না এটা সত্যি মেগা নিলাম এর আগে মক নিলামের আসর বসিয়েছিল কেকেআর। কলকাতা নিজেদের পুরনো দল থেকে ছয় জন খেলোয়াড় ধরে রাখতে ইতিমধ্যেই ৬৯ কোটি টাকা খরচ করে ফেলেছে। তারা হলেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ,বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং। দিল্লি ক্যাপিটালস তাদের নিজেদের অধিনায়ক ঋষভ পান্থকে রিলিজ করে দিয়েছে আর নিলামের আসরে তার জন্য ভয়ংকর বিডিং যুদ্ধ দেখা গেছে। এই মক নিলামটি ১৩ই নভেম্বর বসেছিল। যেখানে পন্থের জন্য ১৮.৭৫ কোটি টাকার দর উঠেছিল। এই মত নিলামে পাঁচটি দলের নাম ছিল নোবেল নাইটস, পারপেল নাইটস ,গোল্ডেন নাইটস ,থান্ডার নাইটস, এবং রিগাল নাইটস ।এর মধ্যে পন্থকে ১৮ .৭৫কোটি টাকা দিয়ে কিনেছে গোল্ডেন নাইটস। এই মহা নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যস বাটলার যার জন্য বিশাল দর উঠেছিল ।১৭. ২৫ কোটি টাকা দর ওঠে বিডিংয়ে।তৃতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন বেঙ্কটেশ আইয়ার , যাঁকে কেনার জন্য ১৪.৭৫ কোটি টাকা দর ওঠে। শ্রেয়াস আইয়ার যিনি আইপিএল ২০২৪ এ কেকেআরের অধিনায়কত্ব সামনে ছিলেন এবং যার নেতৃত্বেইআইপিএলের ২০২৪এ চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স তিনি মাত্র৪.৪ কোটি টাকা পান নিলামে। এদিকে এই মরসুমে কেকেআরে থাকার জন্য শ্রেয়াস আইয়ার ৩০ কোটি টাকার প্যাকেজ দাবী করেছিলেন। এই মক নিলামে মোট পাঁচটি দল রাখা হয়েছিল এবং প্রতিটি দলের বাজেট ছিল ৫১ কোটি টাকা।
একযোগে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে ভেঙে পড়তে পারে রাজ্যের শিক্ষাব্যবস্থা। তাই সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ...
Read more
Discussion about this post