সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আরজি করে আর্থিক কারচুপির মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করে কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে আর্জি পেশ করেছেন। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে তার মামলা গ্রহণ করতে সম্মত হয়েছে। এই মামলার প্রাথমিক শুনানি আগামী ৬ সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে সন্দীপ ঘোষ দাবি করলেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তার কোনও কথা শোনা হয়নি। তার আরও দাবি, হাসপাতালের ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে বিশেষ মন্তব্য করেছে হাইকোর্ট। এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা আর্থিক তছরুপের মামলার তদন্ত প্রাথমিকভাবে রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্ত ভার ও সিবিআই এর হাতে তুলে দেয়। উল্লেখ আর জি কারে ডাক্তারি ছাত্রীর হত্যা ও ধর্ষণ এর মামলা তার আগেই সিবিআই এর হাতে চলে গিয়েছিল। এরপর আর জি করের আর্থিক দুর্নীতির মামলার বিষয়টিও সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলাতেই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ। এখন হাইকোর্টের সিবিআই এর হাতে আর্থিক প্রতারণার মামলা তুলে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেলেন সন্দ্বীপ ঘোষ।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post