গতকালই অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব খান্না। আজ সকালেই দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাব দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। সঞ্জীব খান্নার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীরা। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও ছিলেন অনুষ্ঠানে। আগামী ছ’মাস দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে থাকবেন তিনি। গত ৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তারপর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে স্বীকৃতি দেই কেন্দ্র। অবশেষে তিনি আজ শপথ নিলেন। আগামী ৭ মাসের জন্য প্রধান বিচারপতির পদ সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর অবসর গ্রহণের দিন ২০২৫-এর ১৩ মে। প্রসঙ্গত, দিল্লির এক সমভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৪ মে জন্ম হয় বিচারপতি সঞ্জীব খান্নার৷ তাঁর বাবা দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারক দেবরাজ খান্না ৷ সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন বিচারপতি খান্না ৷ এরপর ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি ৷ দিল্লির বার কাউন্সিলের আইনজীবীও ছিলেন বিচারপতি খান্না ৷
Discussion about this post