মঙ্গলবার নবান্ন অভিযানের পর বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। সকাল থেকে জায়গায় জায়গায় অশান্তি, বিক্ষোভের ছবি। এরই মাঝে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বুধবার গোটা বাংলা জুড়ে বিজেপির ডাকে ১২ ঘণ্টা বনধ । নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ পথে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে মঙ্গলবার ব্যাপক ধরপাকড় ঘটেছে। পাল্টা মার খেয়েছে পুলিশও। প্রশাসন যখন বলছে নবান্ন অভিযান এক শ্রেণির গুণ্ডামি, অন্যদিকে নবান্ন অভিযানকে বিচার চাওয়ার অভিযান বলছেন অংশগ্রহণকারীরা। এদিন নন্দীগ্রামে বিজেপির ডাকা বনধ সফল করতে রাস্তায় নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একহাত নেন সেখানেই। পদ বাঁচানোর চেষ্টায় রয়েছেন মমতা পুলিশের কলকাতা পুলিশ কমিশনার ।দাবি বিরোধী দলনেতার
বনধের সমর্থনে পথে নেমে একদিনে ৩ টি অভিযানের হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। অভিযান স্থল নবান্ন, লালবাজার ও কালীঘাটের নাম করলেও দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা রেখে দেন শুভেন্দু । এদিকে বনধ হঠাতে নন্দীগ্রামের রেয়াপাড়াতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। অসুস্থ হয়ে পড়েন ৫ বিজেপি কর্মী। সকাল থেকে নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে বনধ চললেও বেলা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
Discussion about this post