কোনও গান স্যালুট নয়। সরকারি কোনও ব্যবস্থাপনাও গ্রহণ করা হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় এমনই সিদ্ধান্ত আলিমুদ্দিন স্ট্রিটের। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তবে এই গান স্যালুট নেওয়া হবে না। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ সরকারের নবান্নেও নিয়ে যাওয়া হবে না বলে জানিয়েছেন আলিমুদ্দিন ও তার পরিবার। শেষযাত্রার শুরুতেই সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন। তাঁর শেষযাত্রাও হবে আড়ম্বরহীন। গান স্যালুটের কোনও প্রশ্নই ওঠে না।’ তার শেষযাত্রা সাদামাটা রাখতেই এই সিদ্ধান্তের কথা জানাল সিপিএম নেতৃত্ব। প্রসঙ্গত, দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে এনআরএস-এ। হাসপাতালেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post