কাঞ্চন মল্লিকের মন্তব্যের জের। চন্দন সেন, সুদীপ্তা চক্রবর্তীর পর এবার সুপ্রিয় দত্ত। রাজ্য সরকারের পুরস্কার ফেরত দিলেন এই টলিউড অভিনেতা। ৫ সেপ্টেম্বর ২০২৪ রাজ্য সরকারকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার ফেরালেন তিনি। এক সংবাদ মাধ্যম কি দেওয়া সাক্ষাৎকারে সুপ্রিয় বাবু জানান, ‘একজন বিধায়ক বললেন, ‘যাঁরা যাঁরা টাকা নিয়েছেন, তাঁরা ফেরত দেবেন তো?’ এমনিতেই আমি খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। খালি মনে হচ্ছে, এটা বোধহয় আমার কাছে রাখা ঠিক নয়। খুব গ্লানিতে ভুগছি। সেই কারণেই এটা আমি ফেরত দিতে চাই। অভিনেতা হিসেবে আমার মনে হয় এটা ফেরত দিয়ে দেওয়াই উচিত। একটা নৃশংস হত্যা, মানুষ পথে নেমেছেন। এমন নয় যে আমায় এটা খুব অসম্মান করে দেওয়া হয়েছিল, সম্মান দিয়েই পুরস্কৃত করা হয়েছিল। সেই জন্যই আরও খারাপ লেগেছে। তাঁকে তো কোনও সেন্সর করা হচ্ছে না। এটা কীভাবে বললেন? আমি সত্যি বিস্মিত। ও দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছে। আর শুধু এটা নয়, এই যে ঘটনায় ধামাচাপ দেওয়ার চেষ্টা! তারপর উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট, সেখানেও সুয়োমোটো দিয়ে চলে গেল, কী হচ্ছে এটা! সাধারণ মানুষ যে রাস্তায়, তাঁরা বুঝতে পেরেছেন। আমি তো একজন থিয়েটার শিল্পী, পুরস্কার নিয়ে কখনই ভাবিনি। তবে আবারও বলছি, এটা আমায় খুব ভালবেসে দেওয়া। কিন্তু কাঞ্চনের এমন মন্তব্যের পরে আমার মনে হচ্ছে এটা রাখার কোনও যৌক্তিকতা নেই।’
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post