এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দল তাঁকে সাসপেন্ড করেছে। এমনকী পুলিশি জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে এবার বাড়িতে এবার CCTV বসালেন তন্ময় ভট্টাচার্য। যে ঘরে বসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। সম্প্রতি তরুণী মহিলা সাংবাদিক তন্ময়ের বিরুদ্ধে যে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন, তার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে সিপিআইএম-ও অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। দল থেকে সাসপেন্ডও করা হয়েছে তন্ময়কে। এমনই পরিস্থিতিতে সেদিন ওই মহিলা সাংবাদিক যে ঘরে বসে ইন্টারভিউ নিয়েছিলেন, সেই ঘরেই সিসি ক্যামেরা বসালেন তন্ময়। ক্যামেরা বসানো নিয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, ‘পরিস্থিতির জেরেই সিসি ক্যামেরা লাগিয়েছি।’ এর আগে বরাহনগর থানার পুলিশের তদন্তের মুখোমুখি হয়েছেন তন্ময় ভট্টাচার্য। প্রত্যেকবারই তন্ময়বাবু হাজিরা দিয়েছেন। এবার নিজের দলের তদন্ত কমিটির মুখোমুখি হতে চলেছেন তন্ময়। রাত পোহালেই শনিবার তিনি সেখানে হাজির হবেন বলে জানিয়েছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ আলিমুদ্দিনের পার্টি অফিসে চলবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। গত রাজ্য সম্মেলনের পরেই দলে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখার জন্য আইসিসি তৈরি করেছিল সিপিএম। সর্বভারতীয় স্তরেও এমন কমিটি রয়েছে সিপিএমে। বাংলায় সিপিএমের এই কমিটির মাথায় রয়েছেন বর্ধমানের মহিলা নেত্রী অঞ্জু কর। তাঁর নেতৃত্বেই দলে তন্ময়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য।
Discussion about this post