সোমবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন কাউন্সেলিংয়ে ২০ শতাংশ চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন বলে খবর। জানা যাচ্ছে, মেধাতালিকায় যারা একেবারে প্রথম দিকে ছিলেন তাদের নামই ডাকা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিকে ছিলেন এমন ৭০৭জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে ইংরেজিতে শিক্ষকতা করার জন্য ডাকা হয়েছিল ৩৫৭জনকে। তবে এদিন অনুপস্থিত ছিলেন ৭৬ জন। বাংলা বিষয়েও শিক্ষকতা করার জন্য ৩৫০ জনকে ডাকা হয়েছিল। তবে সেখানে মাত্র হাজির ছিলেন ৬৮ জন। সব মিলিয়ে ১৪৪জন উপস্থিতই ছিলেন না। এদিকে আরও উল্লেখযোগ্য বিষয় হল কাউন্সেলিংয়ে হাজির ছিলেন ৩জন। কিন্তু তারা নিয়োগপত্র নেননি। অর্থাৎ এই প্রার্থীদের স্পষ্ট বক্তব্য তাদের চাকরি দরকার নেই। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে টেক কাউন্সিলিং এর দিনক্ষণ নির্ধারিত হয়। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে একপ্রকার ঝুলে ছিল এই কাউন্সেলিং। তবে সোমবার দ্বিতীয় দফার কাউন্সিলিং হলেও সেখানে বেশিরভাগ প্রার্থী অনুপস্থিত ছিলেন। এবং অন্যদিকে যেসব প্রার্থীরা এসে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ প্রার্থীর দাবী তাদের চাকরির দরকার নেই। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছে চাকরিপ্রার্থীরা। তবে হঠাৎ কেন তাদের এমন সিদ্ধান্ত সে বিষয়টা স্পষ্ট নয়।
ফের উড়ানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে হুমকির পর নাগপুর-কলকাতাগামী উড়ানে বোমা রাখার হুমকি এল। নিরাপত্তার কারণে বিমানটিকে রায়পুরে...
Read more
Discussion about this post