পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুদের কাছেও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এবার দুর্গাপুজোয় সরকারি ছুটি নিয়ে বড় ঘোষণা করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গাপুজো উদযাপনের জন্য এবার অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে বলে জানালেন মহম্মদ ইউনুসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দুর্গাপুজোর জন্য বাংলাদেশে সাধারণত একদিন ছুটি দেওয়া হত। এবার তা ২ দিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সপ্তাহান্তে আরও ২ দিন ছুটি থাকছে। সবমিলিয়ে দুর্গাপুজো উদযাপনের জন্য ৪ দিন ছুটি পাওয়া যাবে।” এদিকে পুজো উদযাপন পরিষদ জানিয়েছে, এবার ঢাকায় ২৫৭টি মণ্ডপে পুজো উদযাপন করা হচ্ছে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে- ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ, বনানী, কলাবাগান, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এবং পুরান ঢাকার শাঁখারি বাজার। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পুজো হবে। ৯ অক্টোবর ষষ্ঠীর দিন বোধনের মাধ্যমে শুরু হবে পুজো। ১৩ অক্টোবর মায়ের বিসর্জন হবে রীতি মেনে।
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post