এখন বাজারে ইলেকট্রিক স্কুটারের বেশ চাহিদা। নতুন করে যারা স্কুটার কিনছেন, বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক স্কুটারের প্রতি ঝোঁক দেখাচ্ছেন ক্রেতারা। আর এর মধ্যেই বাজারে নতুন দাপট দেখাতে চলেছে এই স্কুটার। যার লুক, ফিচার নজর কাড়ছে ক্রেতাদের। এমনকি, ইউনিক ডিজাইনে বাজারে হাজির হল এই দু চাকাটি। চার্জ হতেও নাকি মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লাগে স্কুটারটি। সদ্য লঞ্চ হল এই চোখধাঁধানো স্কুটারটি।
বিএমডাব্লিউ স্কুটার। এই জামার্নি সংস্থাটি এতদিন চার চাকা গাড়ির জন্যই জনপ্রিয় ছিল এ দেশে। কিন্তু এবার সেই কোম্পানি লঞ্চ করল বিএমডাব্লিউ ইলেকট্রিক স্কুটার। সিই ০৪ ইলেকট্রিক স্কুটারটি যে কেউ দেখলে ভাববে মোটরসাইকেল। গেট আপটি এমনভাবেই বানিয়েছে এই কোম্পানী। তবে কি এমন ফিচার রয়েছে যার জন্য মুকিয়ে রয়েছে ক্রেতারা? পাশাপাশি কত দাম রয়েছে বাজারে?
মূলত গতিবেগ এবং রেঞ্জে নজর কাড়ছে ক্রেতাদের। এই স্কুটারে রয়েছে ৮.৫ kwh ব্যাটারি প্যাক। রয়েছে ৪১ হর্সপাওয়ার শক্তি। ৬১ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এই ইলেকট্রিকচালিত স্কুটার। এমনকি, ফুল চার্জ হলে ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই বিএমডাব্লিউ স্কুটারটি। কোম্পানি দাবি করছে, ফাস্ট চার্জারে ফুল চার্জ হতে এটি সময় লাগে ১ ঘন্টা ৪০ মিনিট। তবে, নরমাল চার্জারে ৪ ঘন্টা সময় লাগতে পারে।
অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে এটিতে। স্পোর্টস বাইকের মতো ফিচার রয়েছে বিএমডাব্লিউ ইলেকট্রিক স্কুটারে। পাশাপাশি দু চাকাতে রয়েছে ডিস্ক ব্রেক। এই গাড়ির গতেবেগেও বেশ নজর কাড়ছে ক্রেতাদের। ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে যেতে পারে প্রতি ঘন্টায়। তবে গতিবেগে একাধিক সুরক্ষার নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও ইউনিক ডিজাইন করা হয়েছে এই স্কুটারটিতে। স্কুটারের উচ্চতা ৭৮০ মিলিমিটার। সিটের ডিজাইনও আকর্যণীয়। একেবারে ফ্ল্যাট। তবে মূলত যে বিষয়ে প্রত্যেকের নজর রয়েছে তা হল এই ইলেকট্রিক স্কুটারের দাম। অনেকেই কৌতুহল প্রকাশ করছেন। এই গাড়ি বাইরে থেকে আমদানি করতে হবে শোরুমগুলিকে। যে কারণে এর দাম সেভাবেই রেখেছে কোম্পানি। বিএমডাব্লিউ সিই ০৪ স্কুটারের দাম ভারতে ১৪.৯০ লক্ষ টাকা।
Discussion about this post