শহর কলকাতার নামকরা পুজোগুলির মধ্যে একটি হল সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছর এই মণ্ডপে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। ২০২২ সালে লালকেল্লা, গত বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল এখনও অনেকের মনে আছে। এবার এই পুজোতেই মিশে যাবে আরজি কর কাণ্ডের বিচারের ডাক। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনাকে মাথায় রেখে এবছরের পুজোয় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। তার পরিবর্তে এলাকার কয়েক হাজার মা-বোনেদের হাতের জ্বলন্ত প্রদীপ শিখায় মাকে আবাহন করা হবে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যেই পুজো কমিটির কর্মকর্তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে, পুজোতে আর কী কাটছাঁট করা হয়েছে তা এখনও জানা যায়নি।পুজো কমিটির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার, সন্ধ্যে ৭টা থেকে ৯টা এই প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান হবে। মায়ের কাছে প্রার্থনা করা হবে, যাতে পশ্চিমবঙ্গে অভয়া-নির্ভয়াদের পুনরাবৃত্তি না হয়।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post