আন্দোলনের মাঝে আর জি করে দেদার তাণ্ডব। ইমাজেন্সিতে ঢুকে ভাঙচুর দুষ্কৃতীদের। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ছিল রাত দখলের কর্মসূচি।বুধবার রাতে আর জি করে তাণ্ডবের পর এইভাবেই মিডিয়াকে দুষলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বুধবার ছিল রাত দখলের কর্মসূচি। বাংলার মেয়েরা যে আদৌ রাতের কলকাতায় নিরাপদ নয় মূলত সেই দিকটি হাইলাইট করতেই এই কর্মসূচি নেওয়া হয়। তারই মাঝে আর জি করে ঘটে যায় তাণ্ডব। একদল দুষ্কৃতী রড, লাঠি নিয়ে ভাঙচুর শুরু করে আর জি করে। দুষ্কৃতীরা ঢুকে পড়েন আর জি করের ইমার্জেন্সি রুমে। সেখানেও একছত্র তাণ্ডব চালানো হয়। গত বৃহস্পতিবার রাতে আর জি করের উপরে সেমিনার হল থেকে মেলে তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে চিকিৎসককে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ১।
কজন এই ঘটনায় জড়িত? অভিযুক্ত সঞ্জয় রায় কি বলির পাঠা হচ্ছেন? পুলিশ কি তবে কাউকে আড়াল করার চেষ্টা করেছিল? কেন ঘটনার কিছুদিনের মধ্যে সেমিনার হলের পাশ্ববর্তী ঘরে মেরামতির কাজ শুরু হল? কেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়কে জিজ্ঞাসাবাদ করল না পুলিশ? নানা প্রশ্ন উত্থাপন হয়েছিল গত কয়েক দিনে। বস্তুত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহৃ দেখা গিয়েছিল। এদিন আর জি করে তাণ্ডবের পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মিডিয়ার উদ্দেশে একরাশ ক্ষোভ উগড়ে দেন সেখানে। এদিকে সংশ্লিষ্ট রাতে লরি ভর্তি একদল যুবকের ছবি সামনে আসে। হাসপাতালে তাণ্ডব চালানোর জন্য তাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
Discussion about this post