উপনির্বাচনের জন্য থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কী করণীয়, তার সমাধান সূত্র খুঁজতে শনিবার দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক শিবির। সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, তালড্যাংরা- আগামী বুধবার রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন। আর উপনির্বাচনের কারণে এসব এলাকার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হয়েছে। এমন কি, কোনও সরকারি প্রকল্পের অর্থও বণ্টন করা যাচ্ছে না। ২৩ নভেম্বর ফলপ্রকাশের পর নতুন বিধায়করা শপথ না নিলে কাজ শুরু করাও যাবে না। আর তা দীর্ঘ সময়ের ব্যাপার। শাসকদল তৃণমূল তা নিয়ে চিন্তিত। আশু সমাধান কী হতে পারে, তা খুঁজতেই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা চায় তারা। শুক্রবার তৃণমূলের তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, উপনির্বাচনের কারণে রাজ্যের একাধিক প্রান্তে বিভিন্ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতেই আগেভাগে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিল তৃণমূল। সেই মতোই শনিবার আলোচনায় বসবে কমিশনের ফুল বেঞ্চ।
বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। দশ বছরে ৪৬টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে ৭টি আসনে...
Read more
Discussion about this post