একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ কম নয়। কেউ কয়লা চুরির অভিযোগে অভিযুক্ত তো কেউ আবার গরু চুরির অভিযোগে। কিছুদিন আগেই জেল খেটে বাড়ি ফিরেছেন গরু চুরির দায়ে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আর এবার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বিদ্যুৎ চুরির অভিযোগ। হাতেনাতে ধরাও পড়তেই সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। এবার বিদ্যুৎ চুরির অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য বিদ্যুৎবণ্টন দফতর। ঘটনার জেরে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। ওদিকে তৃণমূলকে তুমুল আক্রমণ শুরু করেছেন স্থানীয় বিজেপি নেতারা। পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল নেতা সুনীলদেব অধিকারীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ নতুন নয়। স্থানীয়দের দাবি, বাড়ির সামনের বিদ্যুতের তার থেকে হুক করে বছরের পর বছর বিদ্যুৎ চুরি করেছেন তিনি। স্থানীয়দের দাবি, নিজের প্রভাবশালী তকমাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই একেবারে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তার লাইন থেকে হুক করে বিদ্যুৎ চুরি করতেন সুনীল। অভিযোগ পেয়ে দিন দুয়েক আগেই ওই এলাকায় অতর্কিতে হানা দেয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়ে যান ওই নেতা। এমন অবস্থায় বিদ্যুৎ চুরির অভিযোগে তমলুক থানায় ওই নেতার নামে এফআইআরদায়ের করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। যদিও এই অভিযোগ উড়িয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতা বলেন, “আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই বিদ্যুৎ চুরির সঙ্গে আমার পরিবারের কেউ যুক্ত নয়। এ বিষয়ে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন, দপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post