আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের। এবার সেই তালিকা সংযোজন হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছিল। সেখানে তৃণমূল বিধায়ক অসিত বলেন, “যে ডাক্তাররা বড় বড় কথা বলছে, তাদের নিজেদের পিছনটা দেখছে না। রোগী দেখে তার ভিজিটের কোন স্লিপ দেয় না। তাঁরা ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে।হসপিটালে ডিউটি করে না। বাইরে গিয়ে ডিউটি করে। এরা হসপিটালের রোগী অপারেশন করে না। তারাই আন্দোলন করছে। মানুষকে জ্ঞান দিচ্ছে। সেই জ্ঞান শুনতে হবে। আমরা মানুষকে এসব কথা বলবো। এদের লজ্জা হওয়া উচিত এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে। এক কোটি ৭০ লক্ষ টাকা একটা আন্দোলনের ফান্ডে উঠে গেল? কারা দিল? কী করে হলো? বড় বড় কথা বলছে। আমরা আন্দোলনে নামবো। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে। আমরা ওই একটা মৃত্যুর বিচার চাইছি পাশাপাশি যত মানুষ এই সময় মারা গেছে বিনা চিকিৎসায় তাদেরও বিচার চাইবো।” চুঁচুড়ার বিধায়কের পাশে দাঁড়িয়ে চাঁপদানির বিধায়ক শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, “সাধারণ মানুষ চাপে আছেন। হাসপাতালে ভর্তি হতে গিয়ে ভর্তি হতে পারছেন না। বেড পাওয়া যাচ্ছে না। ওঁরা চিকিৎসক হয়েছেন, মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত। যারা সরকারি হাসপাতালে পরিষেবা পাচ্ছে না তাদেরকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে।এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।”
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post