সোহিনী সরকার আবারও মানুষের রোষানলে! কিন্তু কেন? অভিনেত্রীকে কালী পুজোর প্যান্ডেলে উদ্বোধন করতে দেখেই কেউ কেউ সোহিনীকে ফের তাঁর পুরোনো কথা মনে করিয়ে দিলেন। আরজি কর কাণ্ডের অভিঘাতে তীব্র প্রতিবাদে সামিল হয়েছিল শহর কলকাতা। সে সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সুর চড়িয়েছিলেন যে তারকারা তাঁদের মধ্যে প্রথম সারিতেই দেখা গিয়েছিল সোহিনীকে। রাত দখল থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের সামনের ধর্না, ধর্মতলার অনশন মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। দুর্গাপুজোর আগে তিনি সুর চড়িয়েছিলেন, অশৌচ চলছে, তাই উৎসবে ফিরবেন না। অর্থাৎ তিলোত্তমার বিচার চেয়ে বারবার পথে নেমেছেন সোহিনী। তাই এবার মনখারাপের উৎসবে সেভাবে শামিল হতে দেখা যায়নি তাঁদের। দশমীর দিন শুধু রীতি মেনে সিঁদুর খেলেছিলেন। এদিকে কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রীকে দেখেই শুরু হয়েছে ট্রোলিং। এদিন সোহিনী সরকার সল্টলেকের একটি কালীপুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে সবার সঙ্গে হেসে ছবি তোলেন। বাদ দেননি ঢাকের তালে নাচ করতে। ফিতে কেটে পুজো উদ্বোধন করেন। দেন অঞ্জলিও। সেখানে তাঁকে লাল ব্লাউজের সঙ্গে সাদা লাল পাড় শাড়ি পরে দেখা গিয়েছে। সঙ্গে বিনুনি করে খোঁপা বেঁধেছেন। হাতে পরেছেন লাল চুরির গোছা, কানের বড় দুল। তাঁর এই কালীপুজোর উদ্বোধনের ভিডিয়ো দেখেই ট্রোল করছে নেটিজেনদের একাংশ। কারও প্রশ্ন, ‘আপনার না অশৌচ চলছিল?’ কারও মন্তব্য, ‘আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশা করিনি।’ এহেন বিবিধ কটুক্তি দেখা গেল কমেন্ট বক্সে।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post