পোশাক খুলে ‘হট নাচ’ করতে চাপ দেওয়া হয়েছিল। আর তাতে শিল্পীরা রাজি না হওয়ায় আটকে রেখে মারধরের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এক নৃত্যশিল্পী জানিয়েছেন, ”তিন ঘণ্টার অনুষ্ঠান ছিল। কিন্তু ৫ ঘণ্টা আমাদের জোর করে ধরে রাখা হয়েছিল। তার পর হঠাৎই আমাদের অশ্লীল নাচ করার জন্য জোর করতে থাকে। অর্থাৎ জামা খুলেই নাচতে হবে একেবারে হট নাচ। আমরা রাজি না হওয়ায় আমাদের লোকজনকে মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।” অন্যদিকে শিল্পী সংগঠন বিএসএফইউ’র সভাপতি প্রবীণ পট্টনায়কের মাধ্যমে তখন নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ। তারপর নৃত্যশিল্পীদের ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তাঁদের অভিযোগ জমা পড়তেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মহিলা নৃত্যশিল্পীরা হাতজোড় করে মুক্তি চাই ছিলেন ক্লাব সদস্যদের কাছে।
Discussion about this post