রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা। রেষারেষির জেরে দুর্ঘটনায় পর পর মৃত্যু। গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর ফোন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর। পরিবহণ দফতর সূত্রে খবর, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। এর পরেই বৃহস্পতিবার দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন স্নেহাশিস। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা।তাঁর নির্দেশ, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। এর পরই পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলেই ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রীকে সাফ জানিয়েছেন, মানুষের প্রাণের দাম সবার আগে। রাস্তায় বাসের রেষারেষি, বেপরোয়া গতির দাপট রুখতে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা। এর পরই আগামী ১৪ নভেম্বর সল্টলেকে বৈঠক ডেকেছেন পরিবহণ মন্ত্রী। বেপরোয়াভাবে বাস চালানো এবং দুটি বাসের মধ্যে রেষারেষি যাতে বন্ধ করতে এই বৈঠক ৷ অবিলম্বে এই বিষয় পদক্ষেপ নিয়ে চালকের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হবে বলেই জানিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি আরও জানান, রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করে পথ দুর্ঘটনা অনেকটাই ঠেকানো গিয়েছে ৷ তবুও একজনের মৃত্যুও বেদনাদায়ক ৷ তাই এই নিয়ম যারা মানছেন না তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে পরিবহণমন্ত্রক কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে। তবে এবারই প্রথম নয়। কলকাতা শহরে এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা হয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়ার। তারপর কয়েকদিন সেই মৃত্যুকে ঘিরে কিছুটা চর্চা হয়। তারপর সেই একই ঘটনা! বাসের রেষারেষি দেখে বাংলা।
সরকারি কর্মীদের সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি মজবুত করতে কড়া মনোভাব নিচ্ছে পশ্চিমবঙ্গের অর্থ দফতর। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, নবান্নে অর্থ দফতরের কর্মীদের...
Read more
Discussion about this post