আবারও বিস্ফোরক আরজি কর হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শিয়ালদহ কোর্ট থেকে বেরিয়ে রীতিমত তোপ দাগলের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। সরাসরি নিশানা করল তৎকালীন নগরপাল বিনীত গোয়েলের দিকে। মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের কথায়, “বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, ওরা সব জানে।” তার এহেন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখি এর আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। বলেছিল, “আমি যখন বলেছি, আমার কথা শোনেনি। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু বার হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।” অর্থাৎ সেদিনও সে নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। এবার একেবারে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনারের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলে দিলেন। ঘটনার রাতে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল সঞ্জয়কে। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর সিবিআই তদন্তভার নেওয়ার পরে সঞ্জয়কে তারা হেফাজতে নেয়। আর সেই সঞ্জয়ই এবার মুখ খুলতে শুরু করেছে। সোমবার আরজি কর ধর্ষণ ও খুনের মামলার বিচারপর্বের প্রথম দিনে দু’জনের সাক্ষ্য গ্রহণ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১। নির্যাতিতার বাবা ও তাঁর পরিবারের এক সদস্যের সাক্ষ্য গ্রহণ হয়েছে । এদিন দুপুর দুটোর পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। তা এদিনের মতো শেষ হয়েছে বিকেল পাঁচটায়।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post