দুই সপ্তাহ পার। রাজ্য পুলিশের হাত থেকে আরজি কর কাণ্ডের তদন্তভার গেছে সিবিআই-এর হাতে। তাও এখনও অধরা বহু প্রশ্নের উত্তর। এই ঘটনার প্রতিবাদে তোলপাড় গোটা বাংলা। রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন। সকলের দাবি একটাই, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর মাঝেই এবার দানা বেঁধেছে নতুন বিতর্ক। দেশ জুড়ে যখন আন্দোলন চলছে, এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো। তৃণমূলের এই অনুষ্ঠান দেখে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অরূপ দাসের কথায়, এই আবহে এমন সংবর্ধনা অনুষ্ঠান আদতে তৃণমূলের নিম্নরুচির পরিচয় দেয়। পাশাপাশি তিনি বলেন, জুন মালিয়া যদি আজ মহিলাদের নিয়ে পথে নামতেন আর জি করকাণ্ডের প্রতিবাদে, সেটা সাংসদসুলভ আচরণ হতো। কিন্তু, এখানে তো উৎসবের আবহ তৈরি করেছে তৃণমূল।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post