বাংলায় ফের ভোটের দামামা। আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপ নির্বাচন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত রয়েছে বাংলা। এর প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এই ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা এবং প্রতিবাদে সরব হয়েছে নাগরিক সমাজ। ফলে স্বাভাবিকভাবেই এই ৬ টি কেন্দ্রে উপনির্বাচন জয়ী হওয়াটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভোটের লড়াইয়ে প্রস্তুতি শুরু করে দিতে দলের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল নেতৃত্ব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে মাঠে নামছে শাসক দল। উপ নির্বাচনে জোড়া ফুলের সম্ভাব্য প্রার্থী তালিকা সিতাই-এ প্রার্থী হতে পারে সঙ্গীতা বসুনিয়া। নৈহাটিতে প্রার্থী হতে পারে সনৎ দে। মেদিনীপুরের প্রার্থী হতে পারে সুজয় হাজরা। তালডাঙ্গায় প্রার্থী হতে পারে অনুসূয়া রায়। তবে এই প্রার্থী তালিকা পুরোপুরি সম্ভাবনার উপর ভিত্তি করছে। শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের টিকিট নাও দিতে পারে। তবে বর্তমানে এই নামগুলি উপনির্বাচনের প্রার্থী হিসেবে উঠে আসছে।
বাণিজ্য থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শিল্প, সব ক্ষেত্রেই এখন পাকিস্তানের মুখাপেক্ষী হতে চাইছে বাংলাদেশের ইউনূস বাহিনী। এবার সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের...
Read more
Discussion about this post