মঙ্গলবার ছিল দুর্গাপুজোর কার্নিভাল। প্রায় ৯০টির বেশি পুজো কমিটি যোগদান করেছিল কার্নিভালে। নাচে-গানে গমগম করছিল রেড রোড। বিদেশী অতিথী থেকে তারকা! উপস্থিত ছিলেন অনেকেই। আরজিকর কাণ্ডের পর থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন অনেকটাই কোণঠাসা। তবে এই পরিস্থিতিতেও লড়াকু সৈনিকের মত দলের হয়ে একাই লড়ে যাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এদিনের কার্নিভালে তারকা শিল্পীদের ভিড়ে হাজির ছিলেন কুনালও। এদিন তিনি হাজির হয়েছিলেন একটু অন্যভাবে। পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনীর হয়ে প্রদর্শনীতে পা মেলানের কুনাল।হুইল চেয়ার ঠেলে নিয়ে হাঁটতে দেখা যায় তৃণমূল মুখপাত্রকে। আর সেই হুইল চেয়ারে বসেছিলেন শিল্পী নমিতা বিশ্বাস। ঠাকুরনগরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী তিনি। তবে পায়ের সমস্যা থাকায় ঠিকভাবে হাঁটতে পারেননা। তবে তাঁর হাতের ঝিনুকের কাজ অসামান্য। রামমোহন সম্মিলনী প্রতিমার সব গহনা নমিতা বিশ্বাসেরই গড়া। আর কার্নিভালে সেই নমিতাকে হুইল চেয়ারে বসিয়েই এদিন হাঁটেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে জানান, নমিতার শিল্পকর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি ময়ূর পেখমের পাখা উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রী অফিসিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে এই পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র। আর সেই কার্নিভাল থেকেই মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার পেলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী নমিতা বিশ্বাস।
এবছর উষ্ণতম বড়দিন। বেলা বাড়লে আরও কমবে শীতলতা। বড়দিনে পাহাড়ে হালকা বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৩ জেলাতেও হালকা বৃষ্টি পেতে...
Read more
Discussion about this post